পুষ্টি পরিবেশ এবং অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ এবং গুরুত্ব বিষয়ক প্রদর্শনী ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি এ সি ডি আই ভোকার আয়োজনে এবং ইউ এস এ আইডির অর্থায়নে আজ সকালে সদর উপজেলায় সাগান্না ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনজিত কুমার মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ তারেক মুসা , ঝিনাইদহ জেলার এ সি ডি আই ভোকার ফিল্ড অর্ডিনেটর মোঃ হামিদুর রহমান।