ঝিনাইদহে এক গৃহস্থের বিরুদ্ধে কাজ করিয়ে
৮ দিনমজুরের টাকা আত্মসাৎ!
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার সমেশপুর গ্রামে উজির আলী নামে এক গৃহস্থের বিরুদ্ধে দিনমজুরদের সাড়ে ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৮জন দিনমজুর গৃহস্থ উজির আলীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারীরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র গ্রামের সুজন মোল্লা, ছোট ধল্লা গ্রামের খোকন, আব্দুল হাকিম, ইমান আলী, বড় ধল্লা গ্রামের শিপন, ইবাদত হোসেন, বড়িয়া গ্রারেমর শিমুল ও রানা। অভিযোগ সুত্রে জানা গেছে, ৬দিন আগে শৈলকুপার ভাটই হাট থেকে ধান কাটার জন্য ৮জন দিনমজুরকে নিয়ে যান উজির আলী। শৈলকুপা থেকে সমেশপুর পর্যন্ত যাতায়াত ভাড়াও ওই সব দিনমজুরের কাজ থেকে হাওলাদ নেন উজির আলী। বাড়ি ফিরে সকাল থেকে পর্যায়ক্রমে তাদের দিয়ে ৮ বিঘা জমির ধান কাটিয়ে নেন। মঙ্গলবার বিকালে বৃষ্টির কারণে কাজ বন্ধ হয়ে গেলে তারা পারিশ্রমিকের টাকা চাইলে তাদের সঙ্গে খারাপ আচরণ ও গালিগালাজ করেন। এক পর্যায়ে উজির আলী তার হাতে থাকা কোদাল দিয়ে কোপাতে উদ্যোত হন। জীবন রক্ষার্থে দিনমজুররা ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দাখিল করেন। উজির আলী কুশাবাড়িয়া বাজারে ধান ও পাটের ব্যবসা করেন বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, অভিযোগ পাওয়ার পর আমরা ব্যবস্থা গ্রহন করবো।