কালীগঞ্জে স্বাস্থ্য বিধি মেনে না চলায় জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং মাস্ক না পরায় বিভিন্ন জনকে দুই হাজার চার শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জনসাধারণ মাস্ক না পড়ায় তাদের এই অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃহাবিবুল্লাহ।
অভিযান বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃহাবিবুল্লাহ বলেন,” করোনা ভাইরাসের সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায়, যারা স্বাস্থ্যবিধি মেনে না চলবে তাদের বিরোদ্ধে এ অভিযান চলমান থাকবে ৷ সবাইকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।
এ অভিযানের সময় কালীগঞ্জ থানার এ এস আই তানভীর হোসেনসহ পুলিশ সদস্য এবং মিডিয়াকর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।