হতদরিদ্র এতিম প্রতিবন্ধী আলমগীর এর পরিবারের পাশে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবার
নিজেস্ব প্রতিবেদকঃ
২৫শে জানুয়ারি বিকালে ঝিনাইদহ হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের সদস্যরা রেল আব্দুল্লাহ এর একটি মানবিক মূলক পোস্ট এ সারা দিয়ে ছুটে যায় ঝিনাইদহ সুরাট ইউনিয়ন এর হামদোডাঙ্গা গ্রামের হতদরিদ্র এতিম প্রতিবন্ধী আলমগীর এর পরিবারের পাশে। আজ আমাদের হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সৌভিক পোদ্দার এর জন্মদিন উপলক্ষে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এই মানবিক মূলক কাজ বেছে নেয়।
এই অসহায় পরিবার কে ২৫ কেজি এক বস্তা চাউল,
এক লিটার তেল, ৫ কেজি আলু,১ কেজি মুসুরি ডাল, ১ কেজি লবন,১ কেজি পিঁয়াজ, একটি বাঁধা কেপি,আধা কেজি কাঁচা মরিচ বাজার সামগ্রী সাথে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর এবারের শীত ইভেন্ট এর পক্ষ থেকে তাদের শীতের কষ্ট লাঘবের জন্য আলমগীর এর একটি ব্লেজার সোয়েটার ও তার মা’কে গরম চাদর ও একটি সোয়েটার উপহার দিয়া হয়েছে।
হেব্বি গ্রুপের সাধারণ সম্পাদক জাহান লিমন তার ফেসবুক ওয়ালে একটা পোস্টে বলেন-বন্ধুরা এই মানবিক পোস্ট টি সকলের উদ্দেশ্য তুলা ধরা হয়েছে আপনারা সকলে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান।
হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের সকল সদস্য কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সবসময় মানবিক কাজে অংশ গ্রহন করার জন্য।