হরিনাকুন্ডুতে শশুরের নছিমন গাড়ি বিক্রি করে দিয়ে টাকা নিয়ে উধাও জামাই’ দিপু
মোঃ ইনছান আলী
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়নে মান্দিয়া গ্রামের মোঃ আলআমিন বিশ্বাসের ছেলে মোঃ দিপু হোসেন, পার মান্দিয়া গ্রামের মোঃ আশির উদ্দিন ব্যাপারির মেয়ে সাথে বিবাহ হয়।
বিয়ের পর থেকেই দিপু শশুর বাড়িতে থাকতো জামাই বেকার বলে মোঃ আশির উদ্দিন ব্যাপারি প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে একটা নছিমন ভটভটি গাড়ি কেনে, গাড়িটা মাঝে মধ্যে জামাইকে ভাড়া মারার জন্য দেই। আশির উদ্দিনের মেয়ে গণমাধ্যমকে বলেন গত ০৮-০১-২২ইং তারিখে আনুমানিক সকাল ৯ ঘঠিকার সময় আমার স্বামী ভাড়া মারার কথা বলে আমার বাবার বাড়ি থেকে গাড়ি টা নিয়ে যায়,
নিয়ে যেয়ে সে আর ফিরে আসে নাই। তিনি আরও বলেন আমরা এখন জানতে পারছি যে আমার বাবার কেনা সেই নছিমন ভটভটি গাড়ি টা হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে একজনের কাছে বিক্রি করে দিয়ে সে টাকা নিয়ে পলাতক আমরা গাড়িটার খোঁজ পেলে গাড়ি আনতে গেলে তারা বলে আমাদের কে বলে যে আমাদের কাছে দিপু গাড়ি ৭০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে, পরে হরিনাকুন্ডু থানা পুলিশ জানতে পারলে গাড়িটা থানাতে নিয়ে যায়। মোঃ আশির উদ্দিন ও তার মেয়ে গণমাধ্যম আরও আমার গরিব অসহায় বাবার কষ্ঠের টাকার গাড়িটা কি আমরা ফেরত পাবো না। এবং বলেন মোঃ দিপু হোসেন কে কেও যদি সন্ধান পান তাহলে আমার বাবার এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছিঃ- ০১৭৯৮৫৯৬৬৭৫