ঝিনাইদহে পাপী’চোখেও ভালোবাসা গ্রুপের সহযোগিতায় ২শিক্ষার্থী কলেজে ভর্তি হলো।
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ অনলাইনঃ
ঝিনাইদহ ঐতিহ্যবাহী জনপ্রিয় সংগঠন পাপী চোখেও ভালবাসা এর সহযোগিতা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলো ২ শিক্ষার্থী। বেশকিছুদিন আগে শুরু হইছে ডিগ্রি ভর্তি কার্যক্রম। কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে পারছিলো না দুইজন শিক্ষার্থী।বিষয়টা পাপী চোখেও ভালবাসা এর পরিচালক ইমু চৌধুরীর নজরে আছে।তার সহযোগিতায় ঝিনাইদহ কলেজে ডিগ্রি ভর্তি করে দেওয়া হয়।
পরবর্তীতে ইমু চৌধুরী জানান কোনো মেধাবী শিক্ষার্থী যদি তার লেখাপড়া চালাতে অসুবিধা হয় তিনি তার সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবেন