অতিরিক্ত জেলা প্রশাসক ও সাবেক পৌর মেয়র দ্বিতীয় বার করোনা আক্রান্ত
ঝিনাইদহে চোখ রাঙাচ্ছে করোনা দ্বিতীয়
ডোজ নিয়েও আক্রান্ত মানুষ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে নতুন করে আক্রান্তের হার বাড়ছে। তৈরি হয়েছে শঙ্কা। করোনার এই চোখ রাঙানোর মাঝেও শহরবাসি কোন বিধি নিষেধ মানছে না। গত রোববার ঝিনাইদহে ১৩টি নমুনা পরীক্ষায় ৬টি পজেটিভ ফলাফল আসে। সোমবার ৫৪টে নমুনা পরীক্ষায় ৪টি পজেটিভ আসে। এর মধ্যে ২৩টা র্যাপিড এন্টিজেন টেস্ট ও ৩১টা জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হয়। এই তথ্য জানিয়েছে ঝিনাইদহ সদর হাসপাতাল সূত্র। সোমবার ঝিনাইদহের দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হয়েছেন দ্বিতঅয় ডোজ গ্রহনকারী ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এছাড়া দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন অতিরিক্ত জেলা প্রকাশক (সার্বিক) সেলিম রেজা। আগামী ১৩ জানুয়ারি থেকে মাস্ক পরিধান ও দোকান-পাঠ পরিচালনায় বিধি-নিষেধ আরোপ করে ইতঃমধ্যে প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালানো হচ্ছে। নতুন ভেরিয়েন্ট আসায় অনেকে উপসর্গ বুঝতে পারছেন না বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে অক্সিজেন ব্যবস্থা সহ সকল প্রস্তুতি নিয়ে রেখেছে ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড সেল। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ হারুন অর রশীদ জানান, আমরা সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। আগামী সপ্তাহে আমরা ২টি আইসিইউ বেড পাচ্ছি। কিছুটা হলেও আমরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবো। তিনি সবাইকে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।