ফুলহরি ইউনিয়নে দ্বিতীয়বারের মতো নৌকার
মাঝি হলেন বর্তমান চেয়ারম্যান বিপুল
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
সকল ষড়যত্রের জাল ছিন্ন করে দ্বিতীয়বারের মতো নৌকার কান্ডারী হলেন বর্তমান চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল। তিনি শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে লড়বেন। ইউনিয়নবাসি জানান, নির্বাচনের আগে একটি বিশেষ মহল বিভিন্ন ভাবে তাকে হেয়প্রতিপন্ন করে মিথ্যাচার করা হয়। গুজব ছড়িয়ে তার জনপ্রিয়তা ও মনোবল ভাঙ্গার চেষ্টা করে। কিন্তু তিনি সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নৌকার মাঝি হয়ে ইউনিয়ন বাসির সেবা দিতে আবারো ফিরে আসেন। তাকে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতিক দেওয়ায় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া আস্থার প্রতিক হিসেবে তার হাতে নৌকা তুলে দেওয়ায় শৈলকুপার সফল সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইয়ের প্রতি অভিনন্দন জানিয়েছেন।