দেশে মৌলবাদ জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক
রাজনীতির স্থান নেই’
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলা আ’লীগের উদ্যোগে অপর এক শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এড আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও পৌর আ’লীগের সভাপতি জীবন কুমার বিশ^াস, আক্কাচ আলী, ফারুকুজ্জামান ফরিদ, শহিদ শিকাদার, আবু সাইদ ও কামাল হোসেন প্রমুখ। শোভাযাত্রা শেষে এক সমাবেশে শহিদুল ইসলাম হিরণ বলেন, এই দেশে কোন মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক রাজনীতি ও হানাহানি মেনে নেওয়া হবে না। তিনি বলেন বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনা ও ধর্ম নিরপেক্ষতার পক্ষে কাজ করেছেন। বঙ্গবন্ধু কন্যাও পিতার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করছেন। দেশে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও রাজনীতি করছেন তারা সাবধান হয়ে যাবেন। বাংলার মাটিতে তাদের কোন স্থান দেওয়া হবে না।