আমাদের গর্বের পিরামিড বীর মুক্তিযোদ্ধা মুসা শেখ
বাঙালি জাতিকে কাঁদিয়ে না ফেরার দেশে গমন
নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতা সংগ্রামে জীবন বাজি রেখে মায়ের আদর, বাবার শাসন আর বোনের ভালোবাসা উপেক্ষা করে যে তরুণ ঝাঁপিয়ে পড়েছিল এক দুঃসাহসিক যুদ্ধে অসম শক্তির বিরুদ্ধে লড়তে। হরিনাকুণ্ডু উপজেলার বলরামপুর গ্রামে জন্ম গ্রহনকারী একমাত্র জীবিত বীর মুক্তিযোদ্ধা জনাব মুসা শেখ (৭০) আজ সন্ধায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—-ওয়া রাজেউন)। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ভাব শিষ্যতুল্য এই বীর মুক্তিযোদ্ধা জীবনের শেষ লগ্নে তিনি নিজ জন্মস্থান বলরামপুর গ্রাম ছেড়ে নারায়ন- কান্দি গ্রামে বসবাস করতেন। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হবে। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।