চন্ডিপুরে মিলছে ৫০টাকায় স্বাস্থ্য সেবা
কে পি হাসান গান্না ইউনিয়ন — ৫০ টাকার বিনিময়ে সাস্থ সেবা। চন্ডিপুর গ্রামের সাবেক সেনা সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক এর উদ্যোগে তার নিজ বাড়িতে মেডিকেল অফিসার দ্বারা সাস্থ সেবা প্রদান করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামে আজ ডাঃ মোঃ মুক্তাদির উল হক রিপন, ও সামিরা তাসকিন জোয়ার্দার চৈতী – এই ডাক্তার আজ ডায়াবেটিস সহ বেশ কিছু রোগের সেবা প্রদান করেন।