কে পি হাসান, গান্না ইউনিয়ন —
সেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রা এর উদ্যোগে প্রতি বছর এর ন্যায় এবারও পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস।
গান্না ইউনিয়ন বিচিত্রা সেচ্ছাসেবী সংগঠন এর সদস্যরা ইউনিয়ন এর অবসরপ্রাপ্ত শিক্ষক দের বাসায় গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও তাদের হাতে একটি লাল গোলাপ, একটি ডাইরি ও একটি কলম তুলে দেন।
এসময় গান্না ইউনিয়ন বিচিত্রা সেচ্ছাসেবী সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান কে পি হাসান বলেন, শিক্ষকই হলেন মানুষ গড়ার কারিগর, আমরা প্রতি বছর এই দিনে চেষ্টা করি এমন সব শিক্ষক দের সাথে সময় দেওয়ার ইনশাআল্লাহ আগামিতেও দিবো।
গান্না ইউনিয়ন বিচিত্রা সেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি মোঃ মাসুম বিল্লাহ বলেন, একজন শিক্ষক সমাজে মহান আমরা সকল সময় শিক্ষক কে সম্মান দিয়েছি, আগামীতেও দিয়ে আসবো ইনশাআল্লাহ।