শৈলকুপায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত,
মোঃ ইনছান আলী
স্টাফ রিপোর্টার
০৪-১০-২১ইং
ঝিনাইদহের শৈলকুপায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বন্দেখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ উপজেলার চরবাখরবা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
শৈলকুপা থানার জাহাঙ্গীর আলম জানান, বিকেলে আকাশ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে মাগুরা যাচ্ছিল। পথে বন্দেখালী মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে ককর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
মাগুরা সদর হাসপাতালে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক অমর কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।