হরিণাকুণ্ডু পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিতঃ
নবাব শিকদার, ঝিনাইদহঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
এ সময় সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি রওশন আলী, ওসি আব্দুর রহিম মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক ইব্রাহিম খলিল প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হয়।