হরিনাকুন্ডু থানা পুলিশের উদ্যোগে আইন
শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ঃ ঝিনাইদহের হরিনাকুন্ডুর কাপাশহাটিয়া ইউনিয়নে আসন্ন সারদীয় দূর্গাপূজা উৎসব-২০২১ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল দুপুর আড়াইটায় হরিনাকুন্ডু থানার আয়োজনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ আব্দুর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউনিয়নের সাতটি পূজা মন্দির কমিটির সভাপতি সেক্টারীগন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন বিষয়ে তাদের মূল্যবান পরামর্শ তুলে ধরেন ।
ওসি তদন্ত রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফৎদৌলা ঝন্টু, পূজা উদযাপন পরিষদের উপজেলা সেক্রেটারি বিশ্বনাথ সাধু খাঁসহ প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সমজের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় পূজা কমিটির সাথে জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গ্রামপুলিশসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।