ঝিনাইদহের সন্তান করোনা আক্রান্ত গর্ভবতী মাকে সহায়তা করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন ডাক্তার মাসুদুল হক
ঝিনাইদহ অনলাইনঃ
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার দেশবরেণ্য চিকিৎসক ও কৃতি সন্তান
মাগুরায় করোনা আক্রান্ত গর্ভবতী মাকে চতুর্থ বারের মতন সিজারের মাধ্যমে বাচ্চা জন্ম দান এর সহায়তা করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, মাগুরা জেলার জাহান প্রাইভেট হাসপাতাল পরিচারক ডাক্তার মাসুদুল হক।
মাগুরাতে যখন সমস্ত ডাক্তার অপারেশনে অপারগতা প্রকাশ করলেন তখন সাহায্যের হাত বাড়ালেন এই মানবতার সেবক ডাক্তার মাসুদুল হক ।রোগীর এর আগেও তিনটি কন্যা সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন। চতুর্থ বারের মতন যখন গর্ভধারণ করেন এবং গর্ভের শেষ পর্যায় তখন এই গর্ভবতী মা মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হন। মাগুরার অনেক চিকিৎসকের দ্বারস্থ হলে তাঁরা করণা ভাইরাসে আক্রান্ত এই গর্ভবতী মাকে চতুর্থ সিজার করতে অপারগতা প্রকাশ করেন। তখনই মাগুরার স্বনামধন্য ডাক্তার মাগুরাতে দীর্ঘদিন চিকিৎসা সেবা দিয়ে আসা চিকিৎসক, ডাক্তার মোঃ মাসুদুল হক, পরম যত্নে তাহার চতুর্থ বারের মতন সিজার অপারেশন করেন এবং কন্যাসন্তান জন্মগ্রহণ করেন। বর্তমানে মা ও শিশু উভয়ে সুস্থ আছেন। ডাক্তার মাসুদুল হক এমন সাহসিকতায় ও মানব সেবার জন্য মাগুরাবাসী তার কাছে চির কৃতজ্ঞ থাকবে।