মহেশপুরে এক সন্তানের জননীর সাথে আপত্তিকর অবস্থায় দশম শ্রেণীর ছাত্র জনতার হাতে আটক
মহশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে নেপা মহেশপুরে এক সন্তানের জননীর সাথে আপত্তিকর অবস্থায় দশম শ্রেণীর ছাত্র জনতার হাতে আটক।ইউপি,হলদিপাড়া গ্রামের মোঃ তুতা মিয়ার স্ত্রীর মোছঃ আখিতারা (২৪) , একই ইউপির ঘোষপুর গ্ৰমের মোঃ নুরুআলম (১৮) পিতাঃ আব্দুল আলীম।আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আনুমানিক ১০টার দিকে,মোঃ তুতা মিয়া রাতে ঘরে না থাকায়। রাতে মোবাইল ফোনে যোগাযোগ করে আঁধারে ঘরের পিছনের জানালা খুলে ভিতরে আসে। মোঃ তুতা মিয়া ঘরে প্রবেশ করলে তাদের কে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এক পর্যায়ে মোঃতোতা মিয়ার সাথে হতাহতের ঘটনা ঘটে পরে আশে পাশের মানুষ ছুটে এসে , মোঃ নুরুআলম কে গাছের সাথে বেঁধে রাখে।
মোঃ তুতা মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে, সাংবাদিক এর কাছে জানায় যে ঘটনা সত্যি, আমার একটা দশ বছরের ছেলে আছে। আমি ৫ দিন আগে জানতে পারি আমার স্ত্রীর মোছাঃ আঁখিতার মোঃ নূরআলম অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়।আজ রাতে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছি।