ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জোড়া পুকুরিয়া বৃদ্ধাশ্রমে অসহায় নারীর বিবাহ বন্ধন।
হরিনাকুন্ডু প্রতিনিধিঃঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে অসহায় নারীর দায়িত্ব নিলেন হরিণাকুন্ডু পৌরসভার বাসিন্দা ফরিদ উদ্দিন ৷ অন্য দশ জন মেয়ের মত ধুমধাম সাজ গোজ না থাকলেও তাদের মনে আনন্দের কমতি ছিলনা ৷ সামাজিক সব রীতিনীতি মেনেই এই দম্পত্তির বিবাহ হয়। এই নারী জানাই ফরিদ উদ্দিন এর সাথে বিবাহ হওয়াই আমি খুব খুশি ৷ এদিকে আজ শুক্রবার জোড়পুকুরিয়া বৃদ্ধাশ্রমের অন্য সদস্যরাও খুব আনন্দের সাথে আনোয়ারা খাতুন (৫০)ও ফরিদ উদ্দিন (৬০)দম্পত্তির বিবাহ দেন। ফরিদ উদ্দিন জানাই একজন অসহায় নারীর দায়িত্ব নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আরো বলেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন বাকী জীবন যেন একসাথে সুখে শান্তিতে থাকতে পারি ৷