বাংলাদেশে করোনা ভাইরাসে সর্ব্বোচ্চ মৃত্যুহার আজ।
রকিবুল করিম ইমু, ঝিনাইদহ অনলাইনঃ
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়েছে, যে সংখ্যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মোট ১৯,৫২১ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, গত ১৯শে জুলাই ২৩১ জনের মৃত্যু হয়েছিল, যেটি ছিল এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৫,১৯২ জন।