একজন সচেতন ফল ও সবজি দোকানদার
উবাইদু্র খান, ঝিনাইদহ,
এদিকে ঝিনাইদহ জেলায় দিন দিন করোনা আক্রমণ বেড়েই চলেছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে করোনা ভাইরাস। অনেকে আবার হাসপাতালে জায়গা না পেয়ে নিজ বাসাতে চিকিৎসা নিচ্ছেন। আর এই বিষয় মাথায় রেখে ঝিনাইদহ সদরের কলাবাগান পাড়ায় তিন রাস্তার মোড়ে রান্নু ভাইয়ের ফল ও সবজির দোকানে রয়েছে করোনা সংক্রামণের প্রতিরোধক ব্যবস্থা করেছেন।
রান্নু ভাই আমাদেরকে জানান,” মাস্ক বিহীন ব্যাক্তিকে সেবা দেন না। তাছাড়া তিনি অনেক মানুষের বাড়িতে তরিতরকারি ফ্রীতে বিতরণ করছেন ”
ক্রেতা মাহবুব আলম বলেন, ” অনেক ক্রেতা রান্নু ভাইয়ের এই উদ্যেগে খুব খুশি হয়েছে।কারণ আমরা তরিতরকারি কেনার পর, টাকা দিতে গিয়ে ভাইরাস ছড়াতে পারে। তাই টাকা দেওয়ার পরে ও আগে হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে,ও মুখে সসবাই মাস্ক পরিধান করতে হবে এ সুন্দর কাজের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।