মোঃ মান্না পারভেজ,ঝিনাইদহ অনলাইন
ঝিনাইদহ জেলার, হরিণাকুন্ডু উপজেলা, ৬ নং ফলসি ইউনিয়ন, শড়াতলা গ্রামে ইচেমারা নামক স্থানে একটি অদ্ভুত রকমের তাল গাছের দেখা মিলেছে সেই একটি গাছের বিভিন্ন বাগো থেকে কয়েকটি গাছের মাথা বের হতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা মোঃ নয়ন আলি বলছেন আমরা একদিন সকাল বেলা মাঠের দিকে যেতে গিয়ে হঠাৎ তাল গাছটি আমাদের চোখে পড়ে একটু কাছে গিয়ে দেখি একটি গাছ থেকে কয়েকটি গাছের মাথা বের হয়েছে, এখন সেখানে তাল গাছটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ভির করছে।
এছাড়া ও ওই গ্রামের বাসিন্দা মো: আনিচুর রহমান বলছেন ওই গাছটি যদি হরিণাকুন্ডু উপজেলার বোন বিভাগের কর্মকর্তারা গাছটিকে রক্ষনা বেক্ষন করেন তাহলে ওই জায়গায় এক সময় হয়তো অনেক দর্শনিয় জায়গা হিসেবে আক্ষায়িত হবে।
কারন সেখানে গাছটি ছাড়াও একটি ব্রিজ সহ মাঠের ফসলাদি, কেনাল, খাল বিল অনেক দর্শনিয় জায়গা।