৪র্থ বারের মত ঝিনাইদহ সদর হাসপাতালে ব্যক্তিগত অর্থায়নে হাইফ্লো অক্সিজেন দিলেন তাহজীব আলম সিদ্দিকী এমপি।
হরিণাকুন্ডু প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর হাসপাতালে আবারো করোনা রুগী বৃদ্ধি পেয়েছে, হাইফ্লো অক্সিজেন থেরাপি সংকট,
এমতাবস্থায় মানবতার কর্মী, সংকট উত্তরণের সফল ব্যক্তিত্ব, যার অক্লান্ত প্রচেষ্টায় ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলাবাশী যুগোপযোগী ও স্বাভাবিক উন্নত চিকিৎসার নিশ্চয়তা পেয়েছে।
তিনি,
‘জনাব “তাহজীব আলম সিদ্দকী( সমি)”মাননীয় সংসদ সদস্য (ঝিনাইদহ ৮২) ব্যক্তিগত অর্থায়নে চতুর্থ বারের মতো “হাইফ্লো অক্সিজেন থেরাপি” ওয়াকফো বিতরণ করেন।