ঝিনাইদহে মেডিকেল শিক্ষার্থীর ভর্তিতে সহয়তা করলেন মেয়র সাইদুল করিম মিন্টু
আজিম আলী,ঝিনাইদহ
ঝিনাইদহ মেডিকেল কলেজে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত। সহযোগিতা করলেন ঝিনাইদহে পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের দখলপুর গ্রামের কৃষক পিতা মোঃ খয়বার আলীর বড় পুত্র মোঃ সাগর আহম্মেদ।তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ চান্স পায়।ঢাকায় তার মেধা তালিকা -৬৪৯ তম হয়েও ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে।
স্থানীয় আওয়ামী লীগ নেতার মাধ্যমে সংবাদ পেয়ে ভর্তির সম্পূর্ণ টাকা দিয়ে সহযোগিতা করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
পরবর্তীতে সাগরের যে কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন মেয়র সাইদুল করিম মিন্টু।