ঝিনাইদহে কৃষকের ধান কেটে মাড়াই করে দিল ভেটেরিনারি কলেজ শাখা ছাত্রলীগ।
আজিম আলী,ঝিনাইদহ প্রতিনিধি
হলিধানিতে গরীব কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলো ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ শাখা ছাত্রলীগ।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে-
শ্রমিক সংকট ও অর্থাভাবে ভোগা কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ। ২৯ এপ্রিল, বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের কৃষক আইনাল উদ্দিনের ধান কেটে দেয় ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ শাখা ছাত্রলীগ।
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম-আহ্বয়াক লুবান মাহফুজ মিশুকের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মুরাদ বিশ্বাস, রবিউল আওয়াল, সজীব হাসান সহ সকল নেতাকর্মীরা ঐ কৃষকের ১ বিঘা জমির ধান কেটে মাড়াই করে দেয়।
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক লুবান মাহফুজ মিশুক জানান,”কৃষক আইনাল উদ্দিন শ্রমিক সংকটে ভুগছিলেন। তাছাড়া অর্থাভাবে বেশি দামে শ্রমিকও নিতে পারছিলো না। খবর পেয়ে আমি ঐ কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার উদ্যোগ নিই”। তিনি আরো বলেন, “আমাদের এমন উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।”