নবাব শিকদার, স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালে চায়ের ও আংশিক মুদির দোকানে ভয়াবহ অগ্নিকান্ড। রাত ০২ঃ৪০মিনিটের সময় হুট করেই শুরু হয় আস-সুন্নাহ ট্রাস্ট কিন্ডারগার্টেন সামনে এই তারিক রহমানের দোকান অবস্থিত ছিলো। কাছের আর একটি দোকানের মালিক আগুন জলতে দেখে চিৎকার চেচামেচি করলে প্রথমে ছুটে যান ঝিনেদা টিভির চেয়ারম্যান রিজভী ইয়ামিন এবং আগুন লাগার পর পরই ঝিনাইদহ ফায়ারসার্ভিসে কল দিলে অতিদ্রুত ২-৩মিনিটের মধ্যে তাদের ইউনিট এসে ২০মিনিটের মধ্যে আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন।ফায়ারসার্ভিসের কর্মীরা জানান ধারণা করা হচ্ছে দোকানের বিদুৎ এর তার থেকে প্রথমে এই আগুনের সুত্রপাত হয়, পরে গ্যাস সিলিন্ডার লিক করে দ্রুত ছড়িয়ে পরে সারা দোকানে। পরে দোকানের মালিক তারিক রহমান আগুন লাগার খবর পেয়ে এসে আমাদের জানান চায়ের দোকানের পাশাপাশি এটা মুদির দোকান ছিলো এতে তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে।