নবাব,স্টাফ রিপোর্টারঃ
এবার করোনায় আক্রান্ত হলো দেশ বরণ্য ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের সন্তান প্রিয় অভিনেতা ও সকলের প্রিয় মানুষ দীপু ইমাম, গত ০৫/০৪/২০২১ তারিখ হতে করোনায় আক্রান্ত৷ তিনি – ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিম (পার্ট ১ এবং ২), অপারেশন সুন্দরবন, গিরগিটি এবং ঢাকা ২০৪০ উল্লেখযোগ্য সহ অনেক ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছে । সম্প্রতি বাচ্চাদের জন্য নির্মিত একটি শুটিংয়ের অর্ধেক শেষ করার পরেই অসুস্থ বোধ করলে ডাক্তারের পরামর্শে করোনা টেস্ট করলে ৫ তারিখে পজেটিভ আসে। সেই থেকে ডাক্তারের তত্ত্বাবধানে বাসাতেই চিকিৎসা নিচ্ছে। আজ ৯ এপ্রিল তার অবস্থা কিছুটা ভালোর দিকে বর্তমান পরিস্থিতিতে অন্যান্য কিছু ব্লাড টেস্ট এবং এক্স রে রিপোর্ট আগামীকাল ১০ই এপ্রিল হাতে পেলে আরও বোঝা যাবে অবস্থা কেমন আছে। সে মানবিক নামের একটি সমাজ কল্যাণ ও মানব সেবামূলক সংস্থার নিবেদিতপ্রাণ সদস্য হিসাবে সমাজ সেবায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে । তার আশু রোগমুক্তির জন্য আমরা সবার দোয়া প্রার্থনা করি ।