আজিম আলী,ঝিনাইদহ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বারবাজারে হাইওয়ে থানার সামনে রাস্তা পারাপার করার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে একজন ভ্যান চালক মারা গেছে।
মঙ্গলবার সকাল ১১:৪৫ এর সময় একটি খালী ভ্যান রাস্তার এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।
নিহত মোঃশাহাজান (৬৫) পিতা:মৃত গোলাপ নবী
গ্রামঃপার মথুরা পুর, থানা:হরিণাকুণ্ডু, জেলা: ঝিনাইদহ
বারবাজার হাইওয়ে থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন,”লাশ এখন উপজেলা স্বাস্থ্য কম্পলক্সে পাঠানো হয়েছে।এখনো মামলা হয়নি তবে আস্তে আস্তে বাকি প্রসেস করা হবে।ট্রাকটি রংপুরের ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিল।এক জনকে আটক করা হয়েছে।ট্রাকের কোন ক্ষতি হয়নি।”