উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
৬ই এপ্রিল,ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২৫০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ল্যাব ও কুষ্টিয়া ল্যাব থেকে ৪৮ টি নমুনার রিপোর্টে নতুন ১৯ জন আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে সদরে ১৩, শৈলকুপায় ১,হরিণাকুন্ডুতে ৩, কালীগঞ্জে ১ ও কোটচাঁদপুরে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫০১ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২৩৫৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ৪০ জন মৃত্যুবরণ করেছে।
ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫০১ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ১৩১৯ জন,শৈলকুপায় ২৯১ জন,হরিনাকুন্ডুতে ১৩৪ জন, কালীগঞ্জে ৫০০ জন, কোটচাঁদপুরে ১৫০ জন ও মহেশপুরে ১০৭ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের এলাকাসমূহঃ
»সদর (১৩)
১.এইচ এস এস রোড,২.বকুলতলা,৩.মহিলা কলেজ পাড়া,৪.পবহাটি (২),৫.আদর্শপাড়া,৬.চাকলাপাড়া (৩),৭.হামদহ,৮.মডার্ণপাড়া,৯.আরাপপুর,১০.বারোইখালি
»শৈলকুপা (১)শাংরা
»কোটচাঁদপুর (১)জালালপুর
»হরিণাকুন্ডু (৩)
১.বাকছুয়া,২.মন্ডলতলা(২)
»কালীগঞ্জ (১) কাশিপুর