আজিম আলী,ঝিনাইদহ
“জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প”এই প্রতিপাদ্য কে সামনে রেখে
ঝিনাইদহ সহ সারা দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদে র্যালী ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে
শনিবার সকাল ১০টায় শহরের মর্ডানমোড়ে এই র্যালী ও মানববন্ধন এর আয়োজন করে এইড ফাউন্ডেশন । সহযোগীতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন (এম জে এফ)
উক্ত মানববন্ধনে বক্তৃতা দেন কিশোর কিশোরী দল মান্দারবাড়ীয়া থেকে মুন্না হুসাইন,এইড ফাউন্ডেশন এর সহকারী পরিচালক সুরাইয়া পারভীন শিল্পী, প্রকল্প সমন্বয় কারী খ.আশাফুন্নাহার আশা, উপজেলা সামাজিক মহয়তী কমিটির সভাপতি মোঃ আমিনুর রহমান (টুকু)