নবাব, স্টাফ রিপোর্টারঃ
বহুল আলোচিত ঝিনাইদহ অনলাইন প্রেসক্লাবের ১ বছর মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ ০২ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টার সময় ঝিনাইদহ অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। দৈনিক নবচিত্র পত্রিকা সিনিয়ার সাংবাদিক শহিদুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির আহাম্মেদ জুয়েল। সবার সর্বসম্মতিক্রমে মোঃ সালাম হোসেন কে সভাপতি ও আলীফ আবেদীন গুঞ্জন কে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।
সাব্বির আহাম্মদ জুয়েল ও শহিদুল ইসলাম কে উপদেষ্টা করে কমিটির বাকি দের নাম ও পদবি, সভাপতি মোঃ সালাম হোসেন, সহ সভাপতি ফয়সাল আহাম্মদ, সহ -সভাপতি ইমরান হোসেন রানা, সাধারণ সম্পাদক আলিফ আবেদীন গুঞ্জন, যুগ্ম সম্পাদক, রিজভী ইয়ামিন, সহ- সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, সাংগঠনিক সম্পাদক, অনিক হাসান লিখন, সহ – সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন( সাহস), প্রচার সম্পাদক সম্রাট হোসেন, সহ – দপ্তার সম্পাদক রমজান হোসেন, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, ক্রিড়া ও সাহিত্য সম্পাদক সেলিম রেজা, সমাজ সেবা সম্পাদক নবাব শিকদার আলী, বাকিদের সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে।