উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
বুধবার রাত ১০ টার সময় কালীগঞ্জ উপজেলার খোশালপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৪০) নামে এক মহিলা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানায়, তারা অনেক দরিদ্র একটা পরিবার।
মহিলাটির দুই মেয়ে ও হাসান(১৬) নামে এক প্রতিবন্ধী ছেলে রয়েছে। শরিফুল মাঠে কাজ করে,অনেক কষ্টে আয় রোজগার করে ২ মেয়ের বিবাহ সম্পন্ন করেছেন এবং পরিবারটি চালিয়ে আসছেন।স্ত্রীর মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।অবুঝ ছেলেটা জানেও না যে তার মা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে।কে এখন প্রতিবন্ধী ছেলেটার পাশে থাকবে এবং সবসময় দেখাশোনা করবে এই নিয়ে শরিফুল ইসলাম চিন্তিত।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহফুজুর রহমান জানান,ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি এমনটা করতে পারেন। লাশের আত্মীয় স্বজনের নিকট বিষয়টি ময়নাতদন্ত করা হচ্ছে।