উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
১১ নং রাখালগাছি ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড প্রদানের তারিখ ও স্থান পরিবর্তন করা হয়েছে।
আগামী ০৫/০৪/২০২১ইং তারিখে ১ ও ২ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড প্রদান করা হবে। স্থানঃ-হাসানহাটি বড়ধোপাদী এবাদত আলী মাধ্যমিক বিদ্যালয়।
০৬/০৪/২০২১ইং তারিখে ৩ ও ৪ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড প্রদান করা হবে। স্থানঃ- বগেরগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
০৭/০৪/২০২১ইং তারিখে ৫ ও ৬ এবং ৯ নং ওয়ার্ড এ স্মার্ট কার্ড প্রদান করা হবে। স্থানঃ- বগেরগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
০৭/০৪/২০২১ইং তারিখে ৭ ও ৮ নং ওয়ার্ড এ স্মার্ট কার্ড প্রদান করা হবে। স্থানঃ- রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
<<আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কি না জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC<>nid<>nid number Send to 105
<<যাদের NID Number ১৩ সংখ্যার তারা NID number এর আগে জন্ম সাল যোগ করে SMS করতে হবে। যেমনঃ ১৯৯৮১২৩৪৫৬৭৮৯০১২৩