হাসিবুল হাসান তন্ময়, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকূপাই ৩নং দিগনগর ইউনিয়নের দহকুলা গ্রাম এর , মোঃ রমজান খা এর ছেলে মোঃ হৃদয় হোসেন( ১৮)নামের একটি ছেলে প্রেমের কারণে বিষ খেয়ে আত্নহত্যার চেষ্টা করেছে।সে গাড়াগঞ্জ মিঞা জিন্নাহ আলম ড্রিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাএ।স্থানীয় ভাবে জানা যাই তার সাথে একই কলেজে তার বানদ্ধবীর সাথে দীর্ঘদিন যাবত সম্পর্ক ছিলো,সম্পর্কটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ছেলেটি আর সহ্য না করতে পেরে আজ দুপুর ১টার সময় ছেলেটি বিষ খেয়ে আত্নহত্যার চেষ্টা করে, পরে তাকে শৈলকূপা উপজেলা সদর হসপিটালে ভর্তি করা হয়েছে।তবে ছেলেটির বর্তমান অবস্থা এখন কেমন আছে সেটা যানা যাইনি।