ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে পাগলাকানাই সাহিত্য সংগীত চর্চা কেন্দ্রের আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ বছর পুর্তী উপলক্ষে সংগঠনটির কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।চিত্রাংকন প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাগলাকানাই সাহিত্য সংগীত চর্চা কেন্দ্রের সভাপতি সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটু এবং তবলা প্রশিক্ষক দুলাল চন্দ্র মালী হারমোনিয়াম ও দোতারা শিক্ষক মোঃ ইদ্রিস আলী, বাংলাদেশ খুলনা বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লাভলী আক্তার, লাইজু আক্তার সুমি সহ প্রমূখ। পুরুষ্কার বিতরনী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় এসময় বক্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা করেন।