ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত জয়গোপাল পালের ছেলে দিনমজুর শৈলেন্দ্রনাথ পালের জীবিকার বাহন কুয়ার চাক রাতে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে বিষয়টি জানাজানি হলে মহল্লার লোকেরা দূরবৃত্তরুপি অমানুষকে ধিক্কার জানাতে থাকে। খবর পেয়ে কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ ঘটনাস্থল পরিদর্শন করে সহমর্মিতা প্রকাশ করার পাশাপাশি দুর্বৃত্তদের বিচার করার আশ্বাস প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।এছাড়া থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লার প্রতিনিধি হিসেবে এস আই সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সাথে মানবাধিকার কমিশন হরিণাকুন্ড উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারী ও পূজা উদ্যাপন পরিষদের উপজেলা সেক্রেটারী বাবু বিশ্বনাথ সাধুখা ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।