হাসিবুল হাসান তন্ময়,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাদপুর রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সাথে সারাদেশের সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিপাকে পড়েছে ট্রেনের যাত্রীরা।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে প্রবেসের সময় পেছনের দুইটি বগি লাইচ্যুত হয়। তবে কোন যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর রেল স্টেশনের মাষ্টার গোলাম মোস্তফা জানান, সুন্দরববন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৯ টার দিকে ছেড়ে আসে। সিগনাল পয়েন্ট সঠিক ভাবে না করার কারনে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে রেলের কর্মচারীরা জানিয়েছেন।
স্টেশন মাস্টার আরো জানান, রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে।