হাসিবুল হাসান তন্ময়, ঝিনাইদহ প্রতিনিধি :
গাড়াগঞ্জ শৈলকূপা রোডে বেইলি ব্রিজ থেকে একটু সামনে হঠ্যাত করে জোরে একটি এপ্যাছি বাইক এসে রাস্তায় উল্টে পড়ে,যেয়েই দেখি যে লোকটি বাইক চালাছিলো রাস্তার মাঝে পড়ে আছে সারাশরীল জুড়ে শুধু রক্ত, লোকটি রোড এর পারে পড়েই অঙ্গান হয়ে আছে সঙ্গে সঙ্গেই আশেপাশের এলাকাবাসী ছুটে চলে এসে লোকটিকে উদ্ধার করে পরে একটি অটো তে করে শৈলকূপা সদর হসপিটালে পাঠানো হয়, লোকটির অবস্থা গুরুতর হওয়াই শৈলকুপা সদর হসপিটাল থেকে তাকে ঝিনাইদহ সদর হসপিটালে পাঠানো হয়েছে লোকটির অবস্থা খুবই গুরুতর।