স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলা নিজপুটিয়া গ্রামে বিএডিসির একটি খালে ১৬ লাখ টাকা ব্যায়ে ব্রিজ নির্মানের কাজ চলছে। বৃহস্পতিবার নির্মিত এই ব্রিজ পরিদর্শেনে আসেন বিএডিসির প্রজেক্ট ডাইরেক্টর আব্দুল্লাহ আল রশিদ। কাজের মান দেখে তিনি সন্তষ্টি প্রকাশ করেন। এ সময় ঝিনাইদহ বিএডিসির সহকারী প্রকৌশলী মাজহারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সৌরভ কুমার বিশ্বাস ও ঠিকাদার হাশিম রেজা রিয়াদসহ এলাকার মানুষ উপস্থিত ছিলেন। বিএডিসির সহকারী প্রকৌশলী মাজহারুল ইসলাম জানান, বিভিন্ন লটে ঝিনাইদহের জলাবদ্ধ এলাকায় প্রায় ১৭ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এ সকল খালে ছোট বড় ৫টি ব্রিজ নির্মান করা হচ্ছে। ব্রিজ নির্মানের ফলে কৃষকদের যাতায়াতের সুবিধা হবে বলে বিএডিসি সুত্রে জানা গেছে।