নবাব,নিজস্ব প্রতিনিধিঃ
শিক্ষা শান্তি প্রগতি। শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ “এই শ্লোগানে
সুবিধা বঞ্চিত, অসহায়, দরিদ্র পথশিশুদের জন্য ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের উদ্যোগে ব্যাপারী পাড়ায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা মিলে ৪ই জানুয়ারি ২০২১ সালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়”বঙ্গবন্ধু শিশু শিক্ষালয়” এই বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীদের সংখ্যা ৪০জন। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম শান্ত আমাদেরকে আরো জানান আমরা পথশিশুদের সুশিক্ষার আলোয় যাতে সবাই মানুষের মতো মানুষ হতে পারে এজন্য আমরা পথশিশুদের ও অসহায়, দরিদ্র শিশুদের পাশে থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।এবং পথশিশুরা যাতে শিক্ষার অভাবে ঝড়ে না পড়ে এজন্য তাদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য প্রতিদিন হাল্কা নাস্তার ব্যবস্থা ও শিক্ষার জন্য বই, খাতা, কলম, ড্রেস ইত্যাদি সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়। এবং এই বিদ্যালয়ে প্রতিষ্ঠানিক শিক্ষারপাশাপাশি শারীরিক ব্যায়াম, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ক্লাস নেওয়া হয়। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের ছেলেমেয়েরাই প্রতিদিন নিয়মিত ক্লাস নিয়ে থাকেন। তারা আরো জানান এই বিদ্যালয় নিয়ে আমাদের আরো অনেক কিছুর পরিকল্পনা আছে আস্তে আস্তে বাস্তবায়ন করা হবে। এই বিদ্যালয় যাতে সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন এবং ঝিনাইদহে বিনা শিক্ষার অভাবে যেনো কোনো ছেলেমেয়ে ঝড়ে না যেতে পারে সেই লক্ষে কাজ করে যাবেন। তাই সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই সবাই।