ঝিনাইদহের শৈলকুপায় সোহান মোল্যা (১২) নামে এক স্কুলছাত্র গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের খালফলিয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র ওই গ্রামের শাহীন মোল্যার ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, স্কুলছাত্র সোহানের অভাব অনটনের সংসার। তিন ভাইবোন ও পিতামাতা মিলে ৫ জনের সংসার। পিতার উপার্জনে চলে কোনরকম সংসার। এরমধ্যে সোহান তার পিতার কাছ থেকে জেদ করে ৩শ টাকা নেয়। অভাব অনটনের সংসার হওয়ায় তার মা তাকে বকাবাজি করে। সেকারণে অভিমান করে পরিবারের লোকচক্ষু আড়ালে তার শয়ন কক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। এমন হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।