ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ ডিবি পুলিশের আভিযানে মহেশপুর থানাধীন যাদবপুর নলপাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর উত্তর পার্শ্ব থেকে আব্দুস সামাদ ,পিতা-মৃত ওলিয়ার রহমান ,সাং-নলপাতুয়া (বাজারপাড়া),থানা-মহেশপুর‚জেলা-ঝিনাইদহকে ৪৪ (চুয়াল্লিশ) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে।