ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার তোলা গ্রামে আজ ১৫ই জানুয়ারী শুক্রবার শেষ হয়ে গেলো বিখ্যাত সেই খেলা ক্যারামবোর্ড খেলা।খেলায় অংশ গ্রহণ করেছিলেন বিভিন্ন এলাকার ১৬টি দল। এর মধ্যে ১৪টি দলকে পিছনে ফেলে ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছেন হরিণাকুন্ডুর শ্রীফলতলা গ্রামের ও কাচারি তোলা গ্রামের বিখ্যাত ক্যারামবোর্ড খেলোয়াড় পিকে পলাশ লস্কার ও মোঃ খুরশিদ সাফাত শুভ্র। এবং রানারআপ হয়েছেন আসাদ হোসেন এবং মোবারক ইসলাম