আগামী ৩০জানুয়ারি তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে হরিণাকুণ্ডুতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেন তার দলীয় মনোনয়ন ফরম নির্বাচন কমিশনারের অফিসে জমা দিয়েছেন। বুধবার দুপুরে হরিণাকুণ্ডু আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে হরিণাকুণ্ডু নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার মোঃ নুর-উল্লাহ’র কাছে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী,ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু,ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান,গোলাম মোস্তফা,নাজমুল হুদা পলাশ, শরাফত দৌলা,মোহাম্মদ আলী,পৌর আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম,সেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ফিরোজ সালাউদ্দিন যুগ্ম-আহ্বায়ক রাফেদুল ইসলাম সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।