ঝিনাইদহ জেলার ২৫ শয্যা বিশিষ্ট শিশু হসপিটালের কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃপ্রসেনজিৎ পার্থ বিশ্বাস এবং ডাঃ লিমন পারভেজ জানিয়েছেন
দীর্ঘদিনের অপেক্ষা ও অনেক প্রতিকূলতার পর অবশেষে ঝিনাইদহ জেলার ২৫ শয্যা বিশিষ্ট শিশু হসপিটালের কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছে। যার ফলে ঝিনাইদহ জেলার শিশুদের চিকিৎসা সেবার মান আরো বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য সেবা আরো গতিশীল হবে। প্রাথমিক ভাবে শুধু মাত্র বহি:বিভাগ সেবা চালু থাকছে।ভবিষ্যতে অন্ত:বিভাগ সেবা চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।আপনাদের সকলকে আহ্বান জানান যাচ্ছে আপনার পরিবারের সোনামনির যে কোন ধরনের স্বাস্থ্য পরামর্শের জন্য শিশু হসপিটালে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবার জন্য।চিকিৎসা পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ সরবরাহের ব্যবস্থাও থাকছে। আপনাদের সকলের সহযোগিতা কাম্য। সবাইকে ধন্যবাদ।
যে সকল চিকিৎসক গন নিয়মিত সেবা প্রদান করবেন:
১.ডা:আলী হাসান ফরিদ জামিল, কনসালটেন্ট, শিশু হাসপাতাল।
২.ডা:ওবাইদুল্লাহ ইবনে রাকিব হৃদয়, মেডিক্যাল অফিসার, শিশু হাসপাতাল।
৩.ডা:নওরিন সুলতানা, মেডিক্যাল অফিসার, শিশু হাসপাতাল।ধন্যবাদান্তে
ডাঃ সেলিনা বেগম সিভিল সার্জন ঝিনাইদহ