সাব্বির আহমদ জুয়েল: ঝিনাইদহে ফেসবুক ভিত্তিক বেচাকেনা অলটাইম প্লাটফর্ম গ্রুপের গ্রাহক সংখ্যা ১০ হাজারে উন্নীত হওয়ায় সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমীর কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

অলটাইম বেচাকেনা গ্রুপের এডমিন সাব্বির আহমদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোহাম্মদ নাসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রধান উদ্যোক্তা আবুল কামাল আজাদ, বিশিষ্ট সমাজ সেবক ইসাহাক আলী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা এন্টার প্রেনার সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম রিগান।
সেলিব্রেশন অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত মাত্র আড়াই মাসে অলটাইম বেচাকেনা গ্রুপ যেভাবে ঝিনাইদহে মানুষের আস্থা অর্জন করেছে, যেভাবে জেলায় নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছে, যেভাবে সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে তাতে অলটাইম বেচাকেনার গতি ঝিনাইদহ ছাড়িয়ে সারা বাংলাদেশকে আলোকিত করবে বলে অভিমত ব্যক্ত করেন।

উদ্যোক্তাদের মাঝে উপuস্থিত ছিলেন শফিকুর রেহমান জুয়েল, জান্নাতুল, জান্নাতুল নেছা, তুলি, কুসুম, রহমতুল্লাহ, রিজভী আমিন, শিমুল হসেন, লিমা, মৌ, নাইস, সেঁজুতি, বৈশাখী, শেফা প্রমুখ। অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের উদ্যোক্তা হওয়ার গল্প, বেচাকেনার সফলতা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। সবশেষে অলটাইম বেচাকেনা গ্রুপের প্রতিষ্ঠাতা এস এ রিমনকে অভিনন্দন জানানো হয়।