সুপ্রিয়ঝিনাইদহবাসীবৃহস্পতিবারেরকরোনারখবর
আজআক্রান্তেরসংখ্যা_৩৩
৯,৭,২০২০ইংতারিখ সকাল ৯:৪০ মিনিটের কোভিড-১৯ এর আপডেট তথ্য :
#কুষ্টিয়াল্যাব থেকে আরো #৭৭টিনমুনার ফলাফল এসেছে যার #৪৪জননেগেটিভ এবং #৩৩জননতুনআক্রান্ত।
সুতরাং মোট প্রাপ্ত #ফলাফলের সংখ্যা২৩৯৫+৭৭=২৪৭২
নেগেটিভ_২১০৬
আক্রান্ত_৩৩৩+৩৩=৩৬৬
মোটসংগৃহীতনমুনারসংখ্যা২৭৪৫
উপজেলাভিত্তিকআক্রান্তেরমোটসংখ্যা
সদর_১০৭+২৪=১৩১
শৈলকূপা_৫২+২=৫৪
হরিনাকুন্ডু_১৬
কালীগন্জ_১১৩+৭=১২০
কোটচাদপুর_২৫
মহেশপুর_২০
আক্রান্তদেরএলাকাসমুহ_
সদর(২৪)-
১.চাঁন্দমারি পাড়া
২. আদর্শপাড়া
৩. সিদ্দিকীয়া সড়ক
৪. সিদ্দিকীয়া সড়ক
৫. সিদ্দিকীয়া সড়ক
৬. সিদ্দিকীয়া সড়ক
৭. যাত্রাপুর
৮. মাইক্রো ওয়েভ স্টেশন( BTCL Jhenaidah)
৯. মাইক্রো ওয়েভ স্টেশন( BTCL Jhenaidah)
১০. পাগলাকানাই
১১. ব্যাপারী পাড়া
১২. কোদালিয়া
১৩. ভুটিয়ারগাতি
১৪. পাগলাকানাই
১৫. ব্যাপারী পাড়া
১৬. কান্চননগর
১৭. পুলিশ লাইন
১৮. পুলিশ লাইন
১৯. সদর পুলিশ ফাঁড়ী
২০. সদর পুলিশ ফাঁড়ী
২১. সদর ট্রাফিক ঝিনাইদহ
২২. আরাপপুর
২৩. ব্যাপারী পাড়া
২৪. আদর্শপাড়া
শৈলকূপা(২)-
১. মিনগ্রাম(মৃত ব্যক্তির ফলাফল পজেটিভ এসেছে)
২. ভাঁটই বাজার
কালীগঞ্জ(৭)-
১. দোউলতপুর (খালকোলা)
২. চাপালি (নলডাঙ্গা)
৩. শিবনগর (আলিগঞ্জ)
৪. হাট বারবাজার
৫. ঢাকালেপাড়া (নলডাঙ্গা)
৬. দুলাল মুন্দিয়া
৭. ফয়েলা (নলডাঙ্গা)
#মোটসুস্থতারসংখ্যা_১১৬+৫=১২১
উপজেলাভিত্তিকসুস্থতার_সংখ্যা
সদর_৩৩
শৈলকূপা_১৬
হরিনাকুন্ডু_৬
কোটচাঁদপুর_১৮
কালীগন্জ_৩৮
মহেশপুর_৫+৫=১০
কোভিড১৯হাসপাতালেভর্তিরোগীরসংখ্যা১৭
মোটমৃত্যুরসংখ্যা_৫+১=৬
শৈলকূপা_২+১=৩
কালিগন্জ_৩
(আপডেট তথ্য সেবার জন্য যোগাযোগ করুন:
ডাঃপ্রসেনজিৎ বিশ্বাস পার্থ
০১৭১২১৮১১৩২
মেডিক্যাল অফিসার ও মূখপাত্র করোনা সেল
সিভিল সার্জন কার্যালয়, ঝিনাইদহ)
[প্রচারে :ডাঃসেলিনা বেগম
সিভিল সার্জন ও সদস্য সচিব জেলা
কোভিড-১৯ প্রতিরোধ কমিটি, ঝিনাইদহ]