ফেনী জেলায় দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান
একটি সূত্র থেকে জানা যায়, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ফেনীর পুলিশ সুপার( দুই) কাজী মনিরুজ্জামান, বিপি-৭৬০৬১১৯৬৫৬ কে বাংলাদেশ পুলিশ বিশেষ শাখা (এসবি) ঢাকা’র পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তার বদলি করা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের ‘পুলিশ সুপার’ পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তা বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বৃহস্পতিবার (১৮ জুন) আদেশ জারি করে।
তাদের বেশিরভাগকে জেলার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন, নৌ-পুলিশ, বিশেষ শাখা (এসবি), মহানগরের উপ-কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন।