৬৪ জেলায় রক্তদানের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ঝিনাইদহে এলো মানবতার কর্ণধার রক্তদাতা ফোরাম – এর “সাদিয়া ইসলাম আজমীরা”
নিজেস্ব প্রতিবেদক,ঝিনাইদহ অনলাইনঃ
বাংলাদেশের ৬৪ জেলায় রক্তদানের উদ্দেশ্যে চট্টগ্রাম
হাটহাজারী থেকে ঝিনাইদহ জেলাতে আসলেন – মানবতার কর্ণধার রক্তদাতা ফোরাম – এর “সাদিয়া ইসলাম আজমীরা”
যিনি নিজ জেলাতে ফরিদপুর সিলেট ও চতুর্থ বার রক্তদানের পর, এবার ৫ম তম রক্তদান করতে ছুটে এলেন ঝিনাইদহ জেলায়।
রক্ত বন্ধুর আগমনে উপস্থিত ছিলেন ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠনের বন্ধুগণ-
ঝিনাইদহ স্বেচ্ছাসেবী সংগঠন – এর বন্ধুদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সেই সাথে ঝিনাইদহ সদর হাসপাতল এর ডাক্টার লিমন পারভেজ,ডা ফাল্গুনি, ডাক্টার মিথিলা ইসলাম,ও শিশু বিশেষজ্ঞ আনারুল ইসলাম ফুলের শুভেচ্ছা দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন
মানবতারফেরিওয়া খ্যাত- তারেক মাহমুদ জয়”মানবতার ফেরিওয়ালা ব্লাড ব্যাংক এর মোঃ নাজমুল ইসলাম
“প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন” এর — সাজিদ মাহমুদ, মোঃ জহুরুল ইসলাম
“নিরাপদ সড়ক বাস্তবায়ন পরিষদ” এর — নিশাত আল-মামুন
“ইয়োথ সোসাইটি” এর — মুহিব জোয়ার্দ্দার
আগত অতিথি “সাদিয়া ইসলাম আজমীরা” বলেন, আমার উদ্দেশ্য হলো প্রত্যেক জেলাতে পর্যায়ক্রমে রক্তদান করা ও নারীদেরকে রক্তদানে উৎসাহিত করা এবং তিনি আরো বলেন, এমন ব্যতিক্রম উদ্যোগ নেওয়ার কারণ হলো – আমার রক্তের বন্ধন যেন, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে।