১০ দিন নিখোঁজের পর শৈলকূপায় কৃষক মিঠুর লাশ উদ্ধার,
মোঃ ইনছান আলী
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের শৈলকূপায় নিখোঁজের ১০ দিন পর মিজানুর রহমান মিঠু (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কৃষক ওই গ্রামের আজব আলী বিশ্বাসের ছেলে।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ১ নভেম্বর রাতের খাবার খেয়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি।
এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ৪ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ বুধবার সকালে গ্রামবাসী একটি মেহগনি বাগানে মিজানুরের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।