হলিধানী ইউনিয়ন আ’লীগের পক্ষথেকে পূজা মন্ডপ পরিদর্শন
জাহিদুল হক বাবু ঝিনাইদহঃ
সারাদেশের ন্যায় হলিধানীতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবারে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে ২ টি মন্দিরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা।
সনাতন ধর্মের বড় উৎসব পূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় হলিধানী ইউনিয়নের ২টি মন্দির পরিদর্শন করেন ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী হাসেম আলী, সাধারণ সম্পাদক আজিজ মাষ্টার,ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নুর এ আলম।
এ সময় তারা সনাতন ধর্মালম্বীদের মাঝে বক্তব্য ও শারদীয় শুভেচ্ছা বিনিময় সেই সাথে নাটাবাড়িয়া ও বাড়াদি গ্রামের ২ মন্দিরের সভাপতির হাতে ১১ হাজার টাকা তুলেদেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক রশিদ মিয়া। উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস,৩নং ওয়ার্ডের মেম্বর রাজ্জাক। আ’লীগ নেতা মান্নান। ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা,সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শোলক হোসেন। এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।